অফারের বিস্তারিত শর্তাবলিঃ
১. শুধুমাত্র COL স্মার্ট হোম রেগুলার ইউজারগণ ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারবেন!
২. একটি COL ইউজার আইডির জন্য একটি সাবস্ক্রিপশন দেওয়া হবে!
৩. বন্ধ সংযোগের জন্য অফারটি প্রযোজ্য নয়!
৪. কুরিয়ার কিংবা হোম ডেলিভারির মাধ্যমে ফ্রি সাবস্ক্রিপশন প্রদান করা হবে না!
৫. ফরম পূরণের মধ্যমে অথবা সরাসরি অফিসে এসে COL আইডি জানিয়ে ফ্রি
সাবস্ক্রিপশন টি সংগ্রহ করতে পারবেন।
৬. অফিস টাইমের মধ্যে এসে ফ্রি সাবস্ক্রিপশন সংগ্রহ করতে হবে।
৭. গ্রাহক এসএমএস-এর মাধ্যমে প্ল্যাটফর্মের লিংক পাবেন। কনটেন্ট দেখতে গ্রাহককে
লগইন করতে হবে। সফলভাবে OTP কনফার্ম করার পর গ্রাহক প্রিমিয়ার কনটেন্ট উপভোগ করতে পারবেন।
৮. OTT Service Provider অ্যাপ, OTT Service Provider টিভি অ্যাপ ডাউনলোড করে অথবা ওয়েবসাইট
থেকে গ্রাহক কনটেন্ট উপভোগ করতে পারবেন।
৯. ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত গ্রাহক কনটেন্ট অ্যাক্সেস
করতে পারবেন।
১০. COL স্মার্টহোম রেগুলার প্যাকেজের একাউন্ট স্ট্যাটাস সচল থাকা সাপেক্ষে
যেকোনো গ্রাহক এই সার্ভিসের জন্য বিবেচিত হবেন।। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত
কারণে বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক সুবিধা পাবেন না।
১১. COL কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও
শর্তাবলি,
মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার
অধিকার সংরক্ষণ করে।
১২. কোনো নির্দিষ্ট লেনদেন অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো
যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে COL
গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
১৩. অন্য কোনো ক্যাম্পেইনের প্রোমো কোড এই অফারের জন্য প্রযোজ্য নয়।
১৪. যদি মার্চেন্ট কোনো কনটেন্ট এর প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না
পারে,
সেক্ষেত্রে COL তার দায়ভার নেবে না, মার্চেন্ট গ্রাহককে কোনো কনটেন্ট সঠিকভাবে ডেলিভারি করতে
না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে COL ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের বিল
রিচার্জের কোন অর্থ পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক reedem কোড গ্রহণ করলে ব্যবহার করেছেন বলে
ধরে নেওয়া হবে।
১৫. সকল প্রকার কনটেন্ট এর দায় ভার মার্চেন্ট এর।
১৬. OTT Service Provider - এর ব্যবহার সংক্রান্ত সকল সাপোর্ট OTT Service Provider প্রদান করবেন। আপনার
যদি কোন প্রশ্ন থাকে, OTT Service Provider ফেসবুক মেসেঞ্জার, অ্যাপ এবং ওয়েবসাইট উভয় থেকে চ্যাটবক্সের
মাধ্যমে OTT Service Provider-এর সাথে যোগাযোগ করুন বা ইমেল করুন।